ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন ৫৬ জন। এর মধ্যে দুইজন শিক্ষার্থী ও একজন অফিস সহকারীসহ বার্ন ইনস্টিটিউটে ১৭ জন এবং ঢামেকের পুরাতন বার্ন ইউনিটে ১ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৬ জন। এর মধ্যে ৪ জন আইসিইউতে, ৪ জন এমএইচডিইউতে (মেডিকেল হাই ডিপেন্ডেন্সি ইউনিট), ৬ জন এফএইচডিইউতে (ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিট), ৮ জন পুরুষ ওয়ার্ডে এবং ১৪ জন কেবিনে চিকিৎসাধীন।
এ ছাড়া একজনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রেফার করা হয়েছে এবং ইতোমধ্যে ২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
ডা. শাওন আরও বলেন, আমাদের ইনস্টিটিউটে এ পর্যন্ত ৫৬ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৭ জন এখানে ও একজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেছেন। বর্তমানে ৩৬ জন ভর্তি আছেন, একজন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রেফার্ড, আর ২ জন ছাড়পত্র পেয়েছেন।
গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই সামরিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। নিহতদের মধ্যে ছিলেন বিমানচালক, দুই শিক্ষক, একজন অফিস সহায়ক ও দুই অভিভাবক।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
                                                                                    -20251031164129.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন