বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৫:১৮ পিএম

এমআইটির নতুন উদ্ভাবন, সুঁই ছাড়া পরীক্ষা করা যাবে ডায়াবেটিস

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৫:১৮ পিএম

আলোর তরঙ্গ ব্যবহার করে রক্তের শর্করার মাত্রা পরিমাপ করতে সক্ষম এই যন্ত্রটি । ছবি- সংগৃহীত

আলোর তরঙ্গ ব্যবহার করে রক্তের শর্করার মাত্রা পরিমাপ করতে সক্ষম এই যন্ত্রটি । ছবি- সংগৃহীত

ডায়াবেটিক রোগীদের জন্য সুখবর। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র উদ্ভাবন করেছেন, যা আঙুলে সুচ ফোটার প্রয়োজন ছাড়াই রক্তের শর্করা পরিমাপ করতে সক্ষম। এই সেন্সরযুক্ত যন্ত্রে হাত রাখলেই রক্তের গ্লুকোজের মাত্রা জানা যাবে।

ডায়াবেটিক রোগীরা সাধারণত রক্তের শর্করা মাপার জন্য আঙুলে সুচ ফোটান, যা অস্বস্তিকর ও কষ্টদায়ক। এমআইটির বিজ্ঞানী জেওন উওং ক্যাং বলেন, ‘কেউই চায় না প্রতিদিন একাধিকবার নিজের আঙুলে সুচ ফোটাতে। এই অস্বস্তির কারণে অনেকেই চিকিৎসকের নির্দেশ অনুযায়ী পরীক্ষা করতে পারেন না, যার ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি বাড়ে। নতুন আলোভিত্তিক প্রযুক্তি এই সমস্যা দূর করবে।’

প্রায় ১৫ বছরের গবেষণার ফলাফল হিসেবে এই যন্ত্রটি তৈরি হয়েছে। ২০১০ সালে এমআইটির লেজার বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের প্রকৌশলীরা দেখান, রামান স্পেকট্রোস্কোপির মাধ্যমে ত্বকের ওপর আলো ফেলে গ্লুকোজের মাত্রা নির্ধারণ করা সম্ভব। এই পদ্ধতিতে ত্বকের কাছাকাছি-ইনফ্রারেড ও দৃশ্যমান আলো ব্যবহার করে অণুগুলোর সংকেত বিশ্লেষণ করা হয়।

২০২০ সালে গবেষকরা কাছাকাছি-ইনফ্রারেড আলোর সঙ্গে অন্যান্য আলো একত্রিত করে গ্লুকোজ সংকেত আলাদা করার পদ্ধতি উদ্ভাবন করেন। এতে অন্যান্য অণুর সংকেত ফিল্টার হয়ে গ্লুকোজের তথ্য স্পষ্টভাবে পাওয়া যায়।

প্রাথমিক যন্ত্রটি প্রায় প্রিন্টারের সমান আকারের ছিল। দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা এখন যন্ত্রটির আকার কমিয়ে এনেছেন, যা প্রায় জুতার বাক্সের সমান। আরিয়ানা ব্রেসি বলেন, ‘আমরা এখন মাত্র তিনটি সংকেতের ব্যান্ডের ওপর মনোযোগ দিচ্ছি। যন্ত্রটি ব্যবহার করে রক্তের শর্করা জানা যায় মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে।’

নতুন এই উদ্ভাবন ডায়াবেটিক রোগীদের জন্য রক্ত পরীক্ষা সহজ, অস্বস্তিহীন এবং দ্রুত করবে। বিশেষজ্ঞরা আশা করছেন, এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং রোগীর জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!