সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজন পুরুষ ও একজন নারী মারা গেছেন। তাদের একজন চট্টগ্রামের ও অপরজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।
নতুন আরও দুজনের মৃত্যুসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। তাদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৩৬ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
আপনার মতামত লিখুন :