রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০১:০৮ পিএম

শরীরের যে ৫ পরিবর্তন হতে পারে ক্যানসারের ইঙ্গিত!

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০১:০৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ক্যানসার একটি মারাত্মক রোগ যা প্রাথমিক অবস্থায় শনাক্ত না হলে জীবনহানি ঘটাতে পারে। শরীরে ক্যানসারের প্রভাব শুরুতেই কিছু লক্ষণে প্রকাশ পেতে পারে। এই লক্ষণগুলো নারী ও পুরুষ উভয়ের মধ্যেই দেখা যায়।

চলুন তবে জেনে নেওয়া যাক, শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো-

হঠাৎ ওজন কমা ও ক্রমাগত ক্লান্তি- ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক অবস্থায় হঠাৎ ওজন কমতে শুরু করে। এটি সাধারণ ডায়েট বা শরীরচর্চার কারণে না হলে সতর্ক হওয়া প্রয়োজন। একই সঙ্গে যদি অব্যাহত ক্লান্তি অনুভব করেন অথবা কাজ না করেও দুর্বল ও অবসন্ন লাগে- তাহলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ কোলন বা পেটের ক্যানসারে রক্তক্ষয় হতে পারে, যা শরীরকে দুর্বল করে তোলে।

শরীরের ব্যথা- হাড়ের ক্যানসারে জয়েন্টে ব্যথা দেখা দেয়। মস্তিষ্কে টিউমার থাকলে দীর্ঘস্থায়ী মাথাব্যথা হতে পারে। এ ছাড়া হাড়ের ব্যথার সঙ্গে যদি দীর্ঘস্থায়ী জ্বর থাকে তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

দীর্ঘস্থায়ী কাশি- ফুসফুস ক্যানসারের একটি বড় লক্ষণ হলো দীর্ঘমেয়াদি কাশি। এ ছাড়া ভয়েস বক্স বা থাইরয়েডের সমস্যাও ক্যানসারের কারণে হতে পারে।

অস্বাভাবিক রক্তক্ষরণ- পায়খানার সঙ্গে রক্ত আসা কোলন বা মলদ্বার ক্যানসারের লক্ষণ হতে পারে। মূত্রনালির টিউমার থাকলেও প্রস্রাবের সঙ্গে রক্ত পড়তে পারে। এ ছাড়া রক্তকণিকার অভাবে রক্তশূন্যতা দেখা দিতে পারে। লিউকেমিয়া, লিম্ফোমা ও মেলোমা ক্যানসার অস্থিমজ্জায় প্রভাব ফেলে, ফলে শরীরে রক্তক্ষয় হতে থাকে। পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যানসারও প্রাথমিকভাবে প্রস্রাবের অসুবিধা বা মূত্রে রক্তের মাধ্যমে প্রকাশ পেতে পারে।

ত্বক ও শরীরের পরিবর্তন- ত্বকে নতুন তিল, মোলস, বাদামি বা কালচে স্পট দেখা দিলে সতর্ক হওয়া উচিত। হলুদ বা লাল স্পট, চুলকানি বা দীর্ঘস্থায়ী ফুসকুড়ি লিভার, ডিম্বাশয় বা কিডনির ক্যানসারের ইঙ্গিত দিতে পারে। মুখে দীর্ঘদিন ধরে ঘা থাকলে ওরাল ক্যানসারের সম্ভাবনা থাকে। ধূমপান, তামাক বা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের সঙ্গে ঝুঁকি আরও বেড়ে যায়।

পুরুষদের ক্ষেত্রে অণ্ডকোষে ব্যথা টেস্টিকুলার ক্যানসারের লক্ষণ হতে পারে। নারীদের মধ্যে স্তন, ফুসফুস, কোলোরেক্টাল, জরায়ু, এন্ডোমেট্রিয়াম, যোনি বা ভলভা ক্যানসার বেশি দেখা যায়। যোনি দিয়ে রক্তপাত বা অস্বাভাবিক স্রাব, পেটে ব্যথা, স্তনের পরিবর্তন বা ব্যথা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

শরীরে এই ধরনের পরিবর্তন দেখা দিলে অপেক্ষা না করে ডাক্তার বা অনকোলজিস্টের পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রাথমিকভাবে শনাক্ত করা গেলে ক্যানসারের চিকিৎসা অনেক বেশি কার্যকর ও জীবন রক্ষাকারী হতে পারে।

Link copied!