তাইওয়ান সরকার চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ‘ডিপসিক’ ব্যবহার নিষিদ্ধ করেছে। স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) দেশটির ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ পায়, যা সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ জানানো হয়।
এতে বলা হয়, তাইওয়ানের সরকারি কর্মকর্তারা ডিপসিক ব্যবহার করলে গুরুত্বপূর্ণ তথ্য পাচার হওয়ার ঝুঁকি রয়েছে, এমন আশঙ্কার কথা জানিয়েছে মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞা সরকারি সব দফতর, স্কুল-কলেজ এবং শিক্ষাকেন্দ্রসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য প্রযোজ্য হবে।
ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি চ্যাটবট সম্প্রতি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। এর নতুন মডেল আর-১ বাজারে আসার পর বিশ্বের অন্যতম বড় চিপ ফার্ম এনভিডিয়ার মার্কেট ভ্যালু ৬০০ বিলিয়ন ডলার কমে গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন