৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২০২৪ সালের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকা ও দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এতে কমিশনের অনুমোদনক্রমে মোট ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যৌক্তিক কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে তিন লাখ ৪৬ হাজার প্রার্থী আবেদন করেন।
আবেদনপ্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা (প্রিলিমিনারি টেস্ট) নেওয়া হয়। এতে অংশগ্রহণ করেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী। পরীক্ষার ১৭ দিনের মধ্যেই প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়, যাতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।
এরপর ওই বছরের ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তা শঙ্কার কারণে পরীক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষা পিছিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে নেওয়া হয়।
২৩ জানুয়ারি শুরু হওয়া লিখিত পরীক্ষা শেষ হয় ৩১ জানুয়ারি। এরপর প্রায় সাড়ে ১৬ মাস পর এ ফলাফল প্রকাশ করা হলো।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার এবং ১ হাজার ২২ জন নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।
 

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন