দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারি করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তদন্ত কর্মকর্তা পরিচালক হাফিজুল ইসলামের পক্ষ থেকে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চারটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে বেনজীর ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি ১৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
এ বিষয়ে গত বছরের এপ্রিল মাসে একটি জাতীয় দৈনিক প্রকাশিত প্রতিবেদনে বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উত্থাপন করা হয়। এরপর দুদক তদন্ত শুরু করে এবং ৬৯৭ বিঘা জমি, ১২টি ফ্ল্যাট, ১৯টি কোম্পানির শেয়ার, ৩৩টি ব্যাংক হিসাবসহ অন্যান্য সম্পদ উদ্ধার করে। আদালতের নির্দেশে এসব সম্পত্তি জব্দ ও অবরুদ্ধ করা হয়।
বেনজীর আহমেদ অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের মে মাসে তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে দেশ ত্যাগ করেন। দুদক তাদের জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার তলব করলেও তারা উপস্থিত হননি।
আগস্ট মাসে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে আগস্টের মাঝামাঝি সময়ে তাদের পক্ষ থেকে সম্পদ বিবরণী জমা দেওয়া হয়।

 
                            -20250210122050.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন