ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

সুরক্ষা আইনে মা-বাবার বিরুদ্ধে মেয়ের মামলা খারিজ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৩:৩৮ পিএম
আদলতে মেহরীন আহমেদ। ছবি- সংগৃহীত

মা ও বাবার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেছিলেন মেয়ে মেহরীন আহমেদ (১৯)। সে শারীরিক ও মানসিক হেনস্তা থেকে নিজের সুরক্ষা চেয়েছিল আদালতের কাছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে মামলাটি খারিজের আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ওই আদালত এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সোমাইয়াদ শাহরিয়ার (ফিদা) এ তথ্য নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় আদালত এই মামলা খারিজের আদেশ দিয়েছেন।

এর আগে, গত ২২ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালতে বাবা-মাকে বিবাদী করে মামলা করেন মেয়ে মেহরীন আহমেদ (১৯)। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদকে আদালতে হাজিরের জন্য সমন জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ মে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসায় বাদী মেহরীন আহমেদকে তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদ শারীরিকভাবে আঘাত করতে থাকে এবং জখম করে। বাদী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হওয়ায় তারা (বাবা ও মা) তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন। প্রতিনিয়ত পরিবারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে বাধা প্রদান করছেন।