ঢাকা ও চট্টগ্রামের ১২টি মামলার সবগুলোতে জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার এ কে এম মাসুম।
জানা গেছে, মুক্তির আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। জামিনের আদেশ কার্যকর হওয়ার পর কারারক্ষীরা হাসপাতাল থেকে চলে যান।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
তখন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছিলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এর মধ্যে ২০১৭ সালে কক্সবাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাও অন্তর্ভুক্ত। এসব ঘটনায় চট্টগ্রামে একাধিক মামলা হয়েছিল।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের এই আওয়ামী লীগ নেতা প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন।
১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে দশম সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তার ছেলে মাহবুব রহমান রুহেল একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন