দেশে চলমান পরিস্থিতির মধ্যে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। জনগণকে কারফিউ মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে কারফিউ মেনে চলার এ আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জান-মাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারির সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ বিষয়ে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আরবি/জেআই
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন