দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতির উদ্দেশ্য ভাষণে তিনি এ তথ্য জানান। সোমবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি।
একইসাথে, মুক্তি পাচ্ছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, সংসদ বিলুপ্ত, গত জুলাই থেকে যারা মারা গেছেন তাদের নিয়ে শোক প্রস্তাব নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি এ সময়ে যারা আটক হয়েছেন তাদের মুক্তির বিষয়ে নির্দেশনা দেন।
উল্লেখ্য, সন্ধ্যায় রাষ্ট্রপতি তার বাসভবন গণভবনে সেনাপ্রধানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।