জমি ভরাট ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তেমন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজউকে গেলে সাধারণ মানুষ সেবা পাবে, তা কিন্তু ভাবাই যায় না! মানুষ দরুদ পড়ে সেখানে যায়। এ অবস্থায় রাজউকের কার্যক্রম স্বচ্ছ ও জনমুখী করতে হবে।
সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ‘প্ল্যানিং উইক-২০২৪’ উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, ভূমিদস্যুরা যা বলে সেই অনুযায়ী কাজ হয়। এত এত ভূমিদস্যুর কথা শুনি, কিন্তু এখন পর্যন্ত কোনো ভূমিদস্যুর শাস্তি পেতে দেখিনি। আমরা সমালোচনা করতে পছন্দ করি, কিন্তু নিয়ম মানতে চাই না।
রাজধানীতে গণপরিবহনের অবস্থা নিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা পুরোনো বাস রিপ্লেস (প্রতিস্থাপন) করতে ৬ মাস সময় দিয়েছি। কী কী করা লাগবে, তা জানতে চেয়েছি। ফিটনেসবিহীন বাস সড়ক থেকে সরিয়ে নিতে পরিবহন মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবনাও দেওয়া হয়েছে।
প্রাকৃতিক বন রক্ষায় কাজ করার আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ বা জলাশয়ের ক্ষতিসাধন না করে উন্নয়ন করতে হবে। কিন্তু এই যে এত এত রিসোর্ট হয়েছে, হচ্ছে– তা কিন্তু বন বিভাগের নাকের ডগায় হচ্ছে। বনায়ন দখলের ক্ষেত্রে বন বিভাগের তদারকির অভাব রয়েছে। এ ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়েরও ভূমিকা রয়েছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন