ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণে সরকার কাজ করছে: ফারুকী

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০২:১৬ পিএম
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই বিপ্লবের ইতিহাস যাতে মুছে না যায়, সেই উদ্দেশ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি জানান, আন্দোলনের সময়কার ভিডিও যদি কারো কাছে থাকে, তবে তা সংরক্ষণ করা হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ‘রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন’ শীর্ষক চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ডিজিটাল ওরাল হিস্ট্রির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নেয়া হবে এবং আহতদের বক্তব্যও সংগ্রহ করা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে ফ্যাসিবাদী শক্তি উৎখাত করা যাবে এবং ফ্যাসিবাদ বিরোধী একটি দেয়াল তৈরি হবে।

ফারুকী জানান, জুলাই বিপ্লবের গল্প ধারণ করতে ৮টি বিভাগের চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে ৮টি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করা হবে। এর জন্য নির্বাচিত পরিচালকদের প্রশিক্ষণ দেয়া হবে।