কুকুর পরিচালনা শিখতে ও প্রাক্-জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাই করতে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সাতজনসহ মোট আটজন সদস্য। তাদের মধ্যে পাঁচজন ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত (১৪ দিন) এবং তিনজন সাত দিন ইতালিতে অবস্থান করবেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০টি কুকুর কেনার দরপত্রে কার্যাদেশ পেয়েছে তামাম করপোরেশন। প্রতিটি কুকুরের দাম ৯ হাজার ৭২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা। এসব কুকুর পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য পুলিশের পাঁচজন ইতালি যাচ্ছেন। এছাড়া প্রাক্-জাহাজীকরণের (পিএসআই) সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পুলিশের দুজন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি দেশটিতে যাবেন। শর্ত অনুযায়ী, সব খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি আদেশ অনুযায়ী, কুকুর ব্যবস্থাপনা, হ্যান্ডলিং ও প্রশিক্ষণের জন্য ১৪ দিনের প্রশিক্ষণ নিতে ইতালি যাচ্ছেন পুলিশের পাঁচজন সদস্য। তারা হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) এম রাকিবুল হাসান ভুইয়া, ডিএমপির নায়েক মো. সালাউদ্দিন প্রধান, কনস্টেবল মজুবুর রহমান এবং সুজয় মহন্তা জয়। তাদের ইতালিতে অবস্থানের সময় হবে ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন