প্রশাসনে তিন যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে। এছাড়া একজন যুগ্মসচিবকে করা ইতোপূর্বের বদলি আদেশ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উলিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা আদেশে বাংলা একাডেমির সচিব মো. নায়েব আলীকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য হিসাবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: পুলিশের শক্তি প্রয়োগে সীমা নির্ধারণ চায় কমিশন
এছাড়াও বিআইডব্লিউটিএ’র সদস্য মোহাম্মদ মনোয়ার-উজ-জামানকে এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ইকবাল হুসাইনকে বিআরডিবির পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।
পৃথক আদেশে, জম্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে ইতোপূর্বে বিদ্যুৎ বিভাগে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

 
                            -20250117033511.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন