ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

‘চাঁদা দে, নইলে জীবন দে’

৩ বিএনপি নেতাসহ গ্রেপ্তার পাঁচ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০২:৪৪ এএম

‘চাঁদা দে, নইলে জীবন দে’Ñ এ রকম ট্যাগ লাইনের কিলার গ্যাং (হত্যাকারী দল) নামক প্যাডে টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে চিঠি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার ভোরে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেনÑ শহর বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি সন্তোষ গোলাম রাব্বানী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, সাব্বির হোসেন ও আব্দুল্লাহ আল মামুন। 

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান ৫ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ জানান, বিএনপির নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকার সন্তোষে মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা এক ব্যক্তি একটি চিঠি দিয়ে আসে। চিঠিটি শুক্রবার সকালে আজাহারুল ইসলামের হাতে আসে। এরপর চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ব্যবসায়ীকে পাঠানো চিঠিতে লেখা ছিল‘চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করব।

মনে রাখবি, প্রশাসন/পুলিশ তোর সাথে সবসময় থাকবে না আর বাঁচাতে পারবে না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্তে তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবি।
তর সার্বিক দিক বিবেচনা পূর্বক শরষষবৎ এধহম (হত্যাকারী দল) তর কাছে ৫,০০০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবি করছি, যা আমাদের বিবেচনায় তর কাছে খুবই সামান্য এবং তর পক্ষে দেয়া সম্ভব।

দীর্ঘদিন মাছের ব্যবসা করে যাচ্ছোস, কেউ প্রতিদ্বন্দ্বী হয় নাই। দাবিকৃত টাকার পরিমাণ তোর কাছে কিছুই না। মনে রাখিস সময়মতো টাকা রেখে না আসলে আমরা তোকে মেরে ফেলতে বিন্দুমাত্র পিছপা হবো না...

আগামী ০৩/০৮/২০২৫ইং রোজ রবিবার রাত ৭:০০ ঘটিকার সময় একটি শপিং ব্যাগ এ করে কাগমারী মাহমুদুল হাসান সাব-এর বাসার সামনে যে গাছে ফরহাদ এর ছবি লাগানো আছে সেই গাছের নিচে রেখে যাবি তুই নিজে একা।

উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে যদি টাকা রেখে না আসোস তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে তোকে ধরে বস্থায় ভরে যমুনা নদীতে ফেলে রেখে আসব।
নিজেকে বেশি চালাক ভাববি না। তোর সব আমাদের নজরে থাকবে। আমাদের দাবি মেনে তুই সুন্দরভাবে জীবন যাপন কর।’