বিগত বছরের মতো এবারও ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে গরু, খাসির মাংস, দুধ, ডিম ও মাছ বিক্রি করা হবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলের একটি অনুষ্ঠানে উপদেষ্টা ফরিদা আখতার গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এবার রোজায় গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দামে বিক্রি করা হবে। প্রথমে গরু ও খাসির মাংস বিক্রি না করার পরিকল্পনা ছিল মন্ত্রণালয়ের। তবে পরবর্তীতে সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন