আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর গতিসীমা ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। রবিবার (৯ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সেতু বিভাগকে এ নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভার আলোচনায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা জানান, পদ্মা সেতুতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা আগে ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। ঈদের সময় যানজট কমাতে ও দ্রুত চলাচলের সুবিধার্থে এটি বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হচ্ছে।
এ প্রসঙ্গে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, "গতিসীমা বাড়ানোর ফলে যানজট কমবে এবং যানবাহন দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে। মহাসড়কে স্পষ্ট গতিসীমা নির্দেশক সাইন বসানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।"
এছাড়া, ঈদের সময় দুর্ঘটনা প্রতিরোধ ও জরুরি সেবা নিশ্চিত করতে নিকটবর্তী হাসপাতালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন