ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সম্প্রতি এক বক্তব্যে ‘ধর্ষণ’ শব্দটি এড়িয়ে ‘নারী নির্যাতন’ বলার অনুরোধ জানালে তা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। তার ওই বক্তব্যের পর সরকারের পক্ষ থেকেও তীব্র নিন্দা জানানো হয়।
তবে এবার ডিএমপি কমিশনার নিজেই তার মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন। সোমবার (১৭ মার্চ) ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে ডিএমপি কমিশনার বলেন, “নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।”
এর আগে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, “ধর্ষণ মানেই ধর্ষণ, তা সে ৮ বছরের শিশুর ক্ষেত্রে হোক বা ৮০ বছরের বৃদ্ধার ক্ষেত্রে। এমন জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই অভিহিত করা উচিত।”
এছাড়া, বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, দেশের জনগণের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সরকার বরদাস্ত করবে না এবং সকল ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন