ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে যা বলছে ভারত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৭:২২ পিএম
বাংলাদেশকে অনেক ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত। ছবি- সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের এখন ‘অনেক’ বা ‘সাবস্ট্যানশিয়াল সংখ্যায়’ ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে দিল্লি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা বাংলাদেশে ভিসা দিচ্ছি—নানান কারণে এবং অনেক পরিমাণে। এর মধ্যে মেডিকেল, জরুরি প্রয়োজনে ও শিক্ষার্থীদের জন্য ভিসা রয়েছে।’

গত বছরের জুলাই-আগস্ট মাস থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। এতে অসংখ্য বাংলাদেশি ভিসা পেতে ভোগান্তিতে পড়েন।

তবে জয়সওয়াল ঠিক কত সংখ্যক ভিসা সম্প্রতি বাংলাদেশিদের দেওয়া হয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি। তিনি বলেন, ‘সংখ্যাটি আমাকে জেনে বলতে হবে।’

ব্রিফিংয়ে বাংলাদেশের গোপালগঞ্জে সহিংসতা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে রণধীর জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, ‘আমরা আমাদের অঞ্চলের সব ধরনের পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখি, তা বিবেচনায় নিই এবং সে অনুযায়ী করণীয় নির্ধারণ করি।’

এর আগে গত বছরের ২৪ অক্টোবর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালুর বিষয়ে বলেন, ‘এখন যাদের জরুরি প্রয়োজন, তাদের ভিসা দেওয়া হচ্ছে। কারণ, আমাদের লোকবল কম। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি (ট্যুরিস্ট  ভিসা) শুরু করা সম্ভব হবে। তবে এখন যাঁদের জরুরি, তাদের মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন যারা করছেন, তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি।’