ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

বার্লিন সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ১১:১১ এএম
ছবি: সংগৃহীত

আগামী মে মাসের ১৩-১৪ তারিখে জার্মানির বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণ করবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সাক্ষাতে সম্মেলনে অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের ব্যতিক্রমী অবদানের ভূয়সী প্রসংশা করেন। পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষায় সহায়তা, বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার এবং বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন বজায় রাখার জন্য বাংলাদেশের অটল নিষ্ঠা এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের অসামান্য অবদানের প্রশংসা করে মার্কিন সরকার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শান্তিরক্ষায় বাংলাদেশের গতিশীল ভূমিকার ওপর জোর দেয়। উপদেষ্টা বার্লিনে চলতি বছর জাতিসংঘ শান্তিরক্ষা পরিষদের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তার অংশগ্রহণ করার কথা জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলকে জানান।