প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বর্তমান মানবসভ্যতা আত্মবিধ্বংসী পথে এগোচ্ছে, যা বিশ্বকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করাচ্ছে। এ সভ্যতা শুধু বর্জ্যই তৈরি করছে, যা একদিন মানবজাতির ধ্বংস ডেকে আনবে।’
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক অধিবেশনে ‘থ্রি জিরো’ তত্ত্বের ওপর দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, ‘আমরা যদি ‘থ্রি জিরো’ মোটিভ নিয়ে কাজ করতে পারি, তবে এ আত্মবিধ্বংসী সভ্যতাকে রক্ষা করা সম্ভব।’
তিনি তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান করেন। পাশাপাশি, তরুণদের স্বপ্নবাজ হতে এবং কল্পবিজ্ঞানের পাশাপাশি সামাজিক কল্পনা বা ‘সোশ্যাল ফিকশন’ লেখার আহ্বান জানান।
তার মতে, এর মাধ্যমে সমাজের নানা দিক উঠে আসবে এবং পরিবর্তনের ভিত্তি গড়ে উঠবে।
ড. ইউনূস আরও বলেন, ‘দরিদ্র্যতা দরিদ্ররা তৈরি করেনি, এটি তৈরি করেছে বিদ্যমান সিস্টেম।’
বক্তব্য শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন ড. ইউনূস।