ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

২৯ এপ্রিল প্রবাসীদের ভোট নিয়ে অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১০:৫২ এএম
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে চাচ্ছেন। এ লক্ষ্যে আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) বিভিন্ন রাজনৈতিক দল, মিডিয়া ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে ইসি।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী মঙ্গলবার সেমিনার করা হবে। সেমিনারে স্টেকহোল্ডার, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হবে। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজক্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। সেখানে আগতরা তিনটি পদ্ধতি উপস্থাপন করেন। এক্ষেত্রে অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট- এই তিন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এরপর এমআইএসটি, ঢাবি ও বুয়েটের প্রযুক্তিবিদদের নিয়ে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়। সেই কমিটিগুলোও এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, আমাদের গঠিত তিনটি কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এগুলোর ওপর এখন অংশীজনের মতামত নেওয়া হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

জানা যায়, সুবিধা-অসুবিধা-সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং এর তিনটি পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট করতে গেলে কী কী করতে হতে পারে, কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাদ্ধতা রয়েছে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে। কোনো সুনির্দিষ্ট পদ্ধতিকে এখনই উপযুক্ত বলে মতামত দেওয়া হয়নি বলে জানান একাধিক বিশেষজ্ঞ।

ইসির সূত্র জানিয়েছে, আগামী ২৯ এপ্রিলের সংলাপে রাজনৈতিক দলসহ অংশীজনদের আমন্ত্রণ জানানো হতে পারে। এরমধ্যে নিবন্ধিত-অনিবন্ধিত অর্ধশত রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন ব্যবস্থা ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান, গণমাধ্যম প্রতিনিধি, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, সংসদবিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠনসহ নির্বাচন বিশেষজ্ঞরা থাকবেন।