বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেখানে বলা হয়েছে, মঙ্গলবার (৬ মে) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে টোলও দিতে হবে।
এছাড়া সব আন্তঃনগর ট্রেন টঙ্গী, এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে দুই মিনিটের জন্য থেমে যাত্রী বহন করতে পারবে। একিসঙ্গে হজযাত্রী, বিদেশগামী যাত্রীদের এয়ারপোর্টে গমনাগমন এবং ওই এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। যানজট এড়াতে গুলশান, বনানী, খিলক্ষেত ও কুর্মিটোলা এলাকায় অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে বহনকারী বিশেষ রাজকীয় বিমান মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তিনি বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে যাবেন গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য়।
এ উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানাতে অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু বিষয় প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।