ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে দুই দেশে। এই আতঙ্কের মধ্যে ১১০ জনকে বাংলাদেশে পুশইন (অনুপ্রবেশ) করেছে বিএসএফ।
বুধবার (৭ মে) অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রাম জেলা থেকে ৪৪ জনকে এবং খাগড়াছড়ি থেকে ৬৬ জনকে আটক করেছে বিজিবি।
এদিন বাংলাদেশ সীমান্ত দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাটিরাঙা ও পানছড়ির কয়েকটি স্থান থেকে বিজিবি তাদের আটক করে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন এবং পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন অনুপ্রবেশ করে।
এদের মধ্যে শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন সেখানকার হাজীপাড়া আবুল মাস্টারের বাড়িতে অবস্থান করছিল। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
আটককৃত ২৭ জন গুজরাটের বাসিন্দা বলে দাবি করছেন। গুজরাটের হলেও আটককৃতরা বাংলা ভাষাভাষী। তাদেরকে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে আসে বিএসএফ। এরপর তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায় তারা। বাকিদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এ বিষয়ে খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত ৬৬ জন ভারতীয় নাগরিককে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো হয়েছে। বিজিবি বিষয়টি দেখভাল করছে এবং আটকরা সবাই তাদের হেফাজতে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা তাদেরকে দ্রুত পুশব্যাক করানোর চেষ্টা করছি।
এদিকে একদিনে কুড়িগ্রাম জেলা থেকে আটকদের মধ্যে ৩০ জনকে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে এবং ১৪ জনকে ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বিএসএফ।
এ বিষয়ে রৌমারী থানার ওসি লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, ভোরে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন (অনুপ্রবেশ) করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আর আটজন বাংলাদেশি।
আটকদের পরিচয় চূড়ান্ত যাছাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
এদিকে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় আট নারী-শিশুসহ ১৪ জনকে পুশইন করে বিএসএফ। বুধবার (৭ মে) সকালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।
আপনার মতামত লিখুন :