ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

ভারতকে নাস্তানাবুদ করা চীনা যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০১:০৩ পিএম
চীনের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

এবার বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে যাচ্ছে। এবার চীনের তৈরি চতুর্থ প্রজন্মের JF-17 Thunder Block III যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। এই বিমানকে ‘ভিক্টোরিয়াস ড্রাগন’ নামেও ডাকা হয়।

পাক-ভারতের ৪ দিনের যুদ্ধে প্রথাগত বিমান বা ট্যাংকের বদলে ড্রোনই ছিল প্রধান আক্রমণ ও প্রতিরক্ষার মাধ্যম। চীনের তৈরি বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে পাক-ভারত যুদ্ধে এগিয়ে ছিল পাকিস্তান। 

আগে বাংলাদেশ বিমান বাহিনীর ভরসা ছিল পুরনো ধরনের যুদ্ধবিমান, যেমন, F-7 (চীন) ও MiG-21 (রাশিয়া)। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে কৌশল ও নেতৃত্ব। বর্তমানে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস, যার অধীনে দেশের সামরিক কৌশলে আসছে বড় পরিবর্তন।

চীনের এই JF-17 Block III যুদ্ধবিমান আধুনিক প্রযুক্তি ও অস্ত্রব্যবস্থায় সজ্জিত। এটি অনেকটাই যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমানের মতো, তবে খরচে অনেক কম। পাকিস্তান ইতোমধ্যে এই বিমান ব্যবহার করে ভারতের আধুনিক রাফাল যুদ্ধবিমানের বিরুদ্ধে কিছু সাফল্য পেয়েছে। এবার বাংলাদেশও সেই প্রযুক্তি নিচ্ছে।

প্রাথমিকভাবে বাংলাদেশ ১৬টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। এ ছাড়া হেলিকপ্টার ও ড্রোনসহ সামরিক শক্তি বাড়ানোর জন্য আরও বড় পরিকল্পনা রয়েছে।

চীন সফর করে আসা বাংলাদেশের একটি সামরিক প্রতিনিধিদল সম্প্রতি সরকারকে রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে- বাংলাদেশ শুধু যুদ্ধবিমান নয়, আকাশ প্রতিরক্ষা, ড্রোন প্রযুক্তি এবং নিজস্ব সামরিক শিল্প গড়ে তোলার দিকেও গুরুত্ব দিচ্ছে।

সব মিলিয়ে এটা স্পষ্ট যে বাংলাদেশ এখন শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং একটি পরিপক্ব সামরিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায়।