পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল আজীজ হাওলাদার।
বুধবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় রণগোপালদী ইউনিয়ন পরিষদ ভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
আজীজ হাওলাদার বর্তমানে উপজেলার রণগোপালদী ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি আব্দুল আজিজ, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আমি ২০১২ সাল থেকে এই পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বিগত কয়েক বছর ধরে আমার শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করেছে।’
তিনি বলেন, ‘সভাপতির পদ থেকে পদত্যাগের ইচ্ছা পোষণ করলেও দলীয় কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে আমার শারীরিক অবস্থার এতটাই অবনতি যে, এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়।’
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। এখন থেকে দলটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’
এ সময় পদত্যাগের বিষয়টি দেশবাসীকে জানানোর জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।
আপনার মতামত লিখুন :