শুক্রবার, ১৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৫:২৩ পিএম

হাতিরঝিলে বাসা থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৫:২৩ পিএম

হাতিরঝিলে বাসা থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার

উদ্ধার করা টাকাসহ কেয়ারটেকার উজ্জল। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকার একটি বাসায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় চুরি হওয়া ৭৪ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত কেয়ারটেকার মো. উজ্জলকে (৩১) গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাতে গাজীপুর সদর থানার মৌবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ জানায়, কক্সবাজারের হোটেল সী প্যালেসের মালিক এ.এস.এম আলাউদ্দিন ভূঁইয়ার ঢাকার পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্ট এলাকায় থাকা বাসায় এ চুরির ঘটনা ঘটে।

গত ১০ মে হাতিরঝিল থানায় দায়ের করা অভিযোগে আলাউদ্দিন ভূঁইয়া উল্লেখ করেন, তার বাসার কেয়ারটেকার উজ্জল এক কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (প্রায় ৬০ লাখ টাকা) এবং ৭ হাজার মার্কিন ডলার চুরি করে পালিয়ে গেছে।

এ ঘটনায় উজ্জল, তার স্ত্রী নাসরিন ও মা লুৎফার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ২ মে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে উজ্জল বাসার সিসি ক্যামেরাগুলো ঘুরিয়ে দেন এবং মালিকের কক্ষে প্রবেশ করেন। পরদিন ৩ মে দুপুর সাড়ে ১২টায় একটি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যান।

পুলিশ আরও জানায়, উজ্জল আগে কক্সবাজারের হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করতেন এবং ২০১৯ সাল থেকে ঢাকায় আলাউদ্দিন ভূঁইয়ার বাসায় কেয়ারটেকার হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি মালিকের স্ত্রীর মৃত্যুর পর ঘরের যাবতীয় দায়িত্ব পালন করতেন এবং লকারের পাসওয়ার্ডও জানতেন।

গ্রেপ্তারের পর উজ্জলের বাসা থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। তিনি স্বীকার করেন, চুরি করা টাকা দিয়ে একটি আলমারি ও ফ্রিজ কেনেন, যা পুলিশ জব্দ করে। আরও ১৪ লাখ টাকা গাজীপুরের শিমুলতলী বাজার এলাকায় তার ভগ্নিপতির বাড়িতে লুকানো ছিল। সেখান থেকে সেই টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া বাকি অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত বলে জানিয়েছে পুলিশ।

Link copied!