ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫

সাবেক স্পিকারসহ যেসব মন্ত্রী-এমপি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ১২:১০ এএম
সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার সামসুল হক টুকু, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও এমপি সায়েদুল হক সুমন। ছবি- সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে আশ্রয় নেওয়াদের একটি তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেখানে আশ্রয় নেওয়া ৫৭৮ জনের নাম পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২২ মে) ওই তালিকা প্রকাশ করে আইএসপিআর।

এতে দেখা যায়, স্পিকারসহ ততৎকালীন আওয়ামী লীগের সরকারের মন্ত্রী-এমপিদের অনেকে আশ্রয় নিয়েছিলেন সেনানিবাসে।

প্রকাশিত তালিকায় ওই অনুযায়ী, সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার সামসুল হক টুকু।

এছাড়া সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সায়েদুল হক সুমন, নাজমা আকতার, ইকবালুর রহিম, শাহজাহান খান, ছোট মনির, রাগিবুল আহসান রিপু, একেএম রেজাউল করিম তাহসেন, সাইফুল ইসলাম,  এমএ লতিফ, কাজী নাবিল আহমেদ, মো. আবু জাহিরও আশ্রয় নিয়েছিলেন সেনানিবাসে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে আশ্রয় নেওয়াদের তালিকা- আইএসপিআর

আইএসপিআর জানায়, রাজনৈতিক অস্থিরতার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন।

এদের মধ্যে ছিলেন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১২ জন কর্মকর্তা, ৫১ জন পরিবার-পরিজন (স্ত্রী ও শিশু)।

তবে ৬২৬ জনের কথা বলা হলেও ৫৭৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।