শনিবার, ২৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৪:৩৭ পিএম

৫ হাজার টাকার কুর্তা পরে পোপের শেষকৃত্যে যোগ দেন ড. ইউনূস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৪:৩৭ পিএম

৫ হাজার টাকার কুর্তা পরে পোপের শেষকৃত্যে যোগ দেন ড. ইউনূস

ছবি-সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৫ হাজার টাকার একটি সাধারণ কুর্তা পরে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিয়েছেন। এ বিষয়টি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

পোস্টে প্রেস সচিব লেখেন, ‘কাতারে অনুষ্ঠিত ‘আর্থনা সামিট’-এ যোগ দিতে গিয়ে পোপ ফ্রান্সিসের মৃত্যুসংবাদ শোনেন ড. ইউনূস। পরে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কখন অনুষ্ঠিত হবে পোপের শেষকৃত্যের বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। বহু বছরের পুরোনো বন্ধু ও মানবতার পক্ষে লড়ে যাওয়া এই খ্রিষ্টান ধর্মগুরুকে শেষ শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নেন ড. ইউনূস।’

‘তবে এই মুহূর্তে তৈরি হয় এক অনাকাঙ্ক্ষিত সমস্যা- পোশাকসংক্রান্ত জটিলতা।’

প্রেস সচিব বলেন, ‘এদিকে প্রার্থনায় অংশ নিতে কালো পোশাক পরিধান বাধ্যতামূলক ছিল। কিন্তু এই মুহূর্তে তৈরি হয় এক অনাকাঙ্ক্ষিত সমস্যা—পোশাকসংক্রান্ত জটিলতা। কারণ বহু বছর ধরেই স্যুট পরা ছেড়ে দিয়ে দেশে-বিদেশে সবখানে যাওয়ার সময় তিনি পরেন গ্রামীণ চেকের তৈরি কুর্তা।’

তিনি আরও বলেন, ‘তার সহকারীরা একটি কালো কোট জোগাড় করতে পারলেও মেলে না কোনো কালো কুর্তা। শুরু হয় দোহা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটোছুটি। নামিদামি মার্কেটে কালো কুর্তা পাওয়া গেলেও তাদের মূল্য ছিল অস্বাভাবিকভাবে বেশি। তখন তারা সাধারণ বাজারগুলোতে খোঁজ নিতে শুরু করেন, যেখানে দেশীয় কোনো দর্জিকে পাওয়া যেতে পারে, যিনি কয়েক ঘণ্টার মধ্যে কুর্তা তৈরি করে দিতে পারেন।’

‘পরে অনেক চেষ্টার পর অবশেষে পাওয়া যায় এমন একটি দোকান, যার দর্জি উপমহাদেশীয় বংশোদ্ভূত। ড. ইউনূসের নাম শুনেই তিনি চিনে ফেলেন এবং শ্রদ্ধা জানিয়ে স্বল্প সময়ে কুর্তা তৈরি করতে রাজি হন। সব মিলিয়ে কুর্তাটির খরচ পড়ে মাত্র ৫ হাজার টাকা।’

Link copied!