ইয়েমেনভিত্তিক হুতি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের তেল আবিব ও আশপাশের কেন্দ্রীয় অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
একই সঙ্গে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডোম (এমডিএ) নিশ্চিত করেছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, ইয়েমেনের হুতি যোদ্ধারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেন গুরিয়ন অপারেশন’ নামে একটি নির্দিষ্ট সামরিক অভিযান চালিয়েছে তারা।
এই অভিযানে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানিয়ে তারা দাবি করেছে, ‘অভিযানটি সফল হয়েছে, লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।’
হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আল-মাসিরাহ টিভিতে দেওয়া বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যতক্ষণ না গাজায় আগ্রাসন থামে এবং অবরোধ তুলে নেওয়া হয়, আমাদের অভিযান চলতেই থাকবে।’
সারি আরও দুটি ড্রোন হামলার দায় স্বীকার করে বলেন, ‘একটি তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্য ড্রোনটি আক্রমণ করেছে হাইফায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে।’
তবে ইসরায়েলের পক্ষ থেকে ড্রোন হামলাগুলোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।