পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি পুরোদমে চলছে। আগামী ৭ জুনকে ঈদের দিন ধরে বাংলাদেশ রেলওয়ে এই টিকিট বিক্রি শুরু করেছে।
আজ, রবিবার (২৫ মে) বিক্রি হচ্ছে ৪ জুনের ট্রেনের আসন টিকিট। যাত্রীদের সুবিধার জন্য এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
বিক্রির সময় ও অঞ্চল
সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
আসন সংখ্যা
এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোতে মোট ৩৩ হাজার ৩১৫টি আসন রয়েছে। ঈদ উপলক্ষে রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে এই তথ্য জানা গেছে।
টিকিট বিক্রির সময়সূচি
৩১ মের আসন বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে।
৩ জুনের আসন বিক্রি হয়েছে ২৪ মে, ৪ জুনের আসন বিক্রি হচ্ছে ২৫ মে (আজ), ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে, ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।
ফেরত ও অন্যান্য নিয়মাবলী
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের এই অগ্রিম টিকিটগুলো ফেরত দেওয়া যাবে না। একজন টিকিটপ্রত্যাশী সর্বোচ্চ ৪টি আসন একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।
আপনার মতামত লিখুন :