বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আনুমানিক ভোর ৫টায় কুষ্টিয়া জেলায় পরিচালিত একটি বিশেষ অভিযানে সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়।’
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও নাশকতার একাধিক মামলা রয়েছে। সুব্রত বাইন ও মোল্লা মাসুদ ‘সেভেন স্টার’ নামক কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় নেতা এবং দেশের ‘২৩ শীর্ষ সন্ত্রাসী তালিকা’র অন্তর্ভুক্ত।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর দক্ষ পরিকল্পনা ও সমন্বয়ের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযানে সাফল্য আসে।
বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবে কাজ করেছে।
সেনাবাহিনী জনসাধারণকে আহ্বান জানিয়ে বলেছে, ‘আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত। যেকোনো অপরাধসংক্রান্ত তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন