সারাদেশের বিভিন্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলি করেছে আইন মন্ত্রণালয়। সোমবার (২ জুন) আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এফ এস গোলজার রহমান এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের বিভিন্ন জেলার ৩০ জন জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচারক, ৩৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২২ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ১৬২ জন সিনিয়র সহকারী ও সহকারী জজসহ মোট ২৫২ জন বিচারককে বদলি করা হয়েছে। তাদের আগামীকাল ৩ জুনের মধ্যে বর্তমান দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৩ জন বিচারককে সিনিয়র সহকারী জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হয়েছে। এ নিয়োগ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ অনুসারে তৃতীয় গ্রেডের (৫৪,৩৭০-৭৪,৪৬০ টাকা) বেতনস্কেলে কার্যকর হবে।
পদোন্নতিপ্রাপ্তদেরও ৩ জুনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরপ্রধান বা মনোনীত কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে, তালিকাভুক্ত একজন বিচারক বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ছুটি শেষে তিনি পূর্বনির্ধারিত নিয়মে নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন