অন্তবর্তী সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া গেছে— একটি পোস্ট ভাইরাল হয়েছে ফেসবুকে।
ভাইরাল হওয়া ওই ভিডিও’র সঙ্গে ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘উপদেষ্টা আসিফের বাড়িতে মিলল ১২০০ বস্তা চাল। তার বাবাকে জবাব দিতে বললে তিনি ঘুষ দিয়ে পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করেন।’
মঙ্গলবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন।
পোস্টে উপদেষ্টা লেখেন, ‘নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে এই গুজব ছড়ানো হয়েছে এবং কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তা প্রচার করেছেন।’
আসিফ মাহমুদ লেখেন, ‘চাঁদপুরের একটি ঘটনাকে আমার পারিবারিক ঘটনা হিসেবে গুজব ছড়ানো হচ্ছে।’
পোস্টে তিনি উল্লেখ করে লেখেন, ‘এই গুজবের পরিপ্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জনৈক নেতার কর্মীরা আমার বাবাকে উদ্দেশ করে চালচোর, গমচোর স্লোগান দিচ্ছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘তাদের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধু প্রতিহিংসাবশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব দিয়ে আমার ও পরিবারের মানহানি করছেন।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘অথচ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে তরুণ নেতৃত্ব ও গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে।’
বিষয়টি নিতান্তই গুজব উল্লেখ করে তিনি লেখেন, ‘আলোচিত ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তির।’

 
                            -20250603165007.jpg) 
                                    -20250527145856-20250601144437.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন