প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ‘আলোচিত’ গ্রেটা থুনবার্গের বই উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টাকে দেওয়া দুটি বইয়ের মধ্যে একটি বই পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ‘নো ওয়ান ইস টু স্মল টু মেক অ্যা ডিফারেন্স’। অন্য বই ‘নেচার ম্যাটারস’। এ ছাড়া একটি কলম উপহার দেওয়া হয়।
শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এই উপহারের ছবি পোস্ট করেছেন।
গাজায় প্রতীকী ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা জাহাজে থাকা ‘আলোচিত’ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বে প্রশংসিত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ঘুরে বেড়ায়। সবাই তার প্রতি মুগ্ধ হন। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকও ২২ বছর বয়সী এই মানবাধিকারকর্মীর লেখা বই উপহার করলেন প্রধান উপদেষ্টাকে।
গ্রেটা থুনবার্গের পুরো নাম গ্রেটা টিনটিন এলিওনোরা এরনম্যান থুনবার্গ একজন সুইডিশ জলবায়ু ও রাজনৈতিক কর্মী, যিনি বিশ্ব নেতাদের প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রথম আলোচনায় আসেন।
২০০৩ সালের ৩ জানুয়ারি সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণকারী থুনবার্গের পরিবেশবাদী কর্মকাণ্ড শুরু হয় যখন তিনি তার পরিবারকে কার্বন নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গ্রহণে রাজি করান। ২০১৮ সালের আগস্টে, মাত্র ১৫ বছর বয়সে, তিনি স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ঘোষণা দেন যে, সুইডেনের জাতীয় নির্বাচন পর্যন্ত তিনি স্কুলে যাবেন না, যাতে তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারেন।
তিনি সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে ‘Skolstrejk för klimatet’ (জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট) লেখা একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন এবং মানুষকে সচেতন করতে লিফলেট বিলি করতে থাকেন। নির্বাচনের পর, তিনি সমর্থকদের উদ্দেশে বলেন—তাঁর কথা ও আন্দোলনের ভিডিও ফোনে ধারণ করতে। তিনি জানান যে, সুইডেন প্যারিস জলবায়ু চুক্তির শর্ত মানা পর্যন্ত তিনি প্রতি শুক্রবার স্কুল ধর্মঘট চালিয়ে যাবেন।
তাঁর তরুণ বয়স, স্পষ্টভাষী মনোভাব এবং অবিচল দৃঢ়তা তাঁকে বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলনের অন্যতম প্রতীক হিসেবে গড়ে তোলে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন