ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

আশুরা উপলক্ষ্যে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা বুধবার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৮:৪১ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি- সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিল ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটে এক প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরবেন ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার।

ব্রিফিংটি অনুষ্ঠিত হবে পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনি দালান ইমামবাড়ায়, যেখানে প্রতি বছর আশুরা উপলক্ষ্যে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ সমবেত হন।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তালেবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম প্রতিনিধিদের উক্ত ব্রিফিং কাভার করতে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, পবিত্র আশুরা উপলক্ষ্যে ঢাকা শহরে বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি এবং জনসমাগমের বিষয় বিবেচনায় ডিএমপি প্রতিবছরই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে। এ বছরও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা ও ট্রাফিক বিভাগের যৌথ সমন্বয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।