ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত : আইজিপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৫:৪৯ পিএম
ছবি- সংগৃহীত

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ বাহারুল আলম বিপিএম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলার সক্ষমতা পুলিশের আছে।

তিনি বলেন, অতীতে নির্বাচনি প্রেক্ষাপটে পুলিশের বিরুদ্ধে যে নেতিবাচক ধারা তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসার সুযোগ আগামী নির্বাচনে রয়েছে এবং এই সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে।

আইজিপি সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় এই মন্তব্য করেন।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, র‍্যাব মহাপরিচালক, এসবি প্রধান, অতিরিক্ত আইজিরা, ঢাকা ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন। সকল জেলা পুলিশ সুপার ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম দেশের আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি তুলে ধরেন।

আইজিপি নির্বাচনের আগে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের গুরুত্ব উল্লেখ করেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কারের প্রচারণা বৃদ্ধির ওপর জোর দেন।

তিনি পুলিশ ইউনিট প্রধানদের নির্বাচনি প্রশিক্ষণ নিবিড়ভাবে চালানোর নির্দেশ দেন এবং জেলা পুলিশ সুপারদের ক্লিয়ারেন্স সার্টিফিকেট সময়মতো প্রদান নিশ্চিত করার আহ্বান জানান।

আইজিপি আরও বলেন, গুম কমিশনে অভিযোগ ভিত্তিক মামলা রুজু করা, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলাগুলোর গুরুত্বসহ তদন্ত এবং মামলার গুণগত মান বৃদ্ধি পুলিশের দায়িত্ব।

সভায় উপস্থিত কর্মকর্তা এবং ভার্চুয়ালি যুক্ত জেলা পুলিশ সুপারগণ প্রশাসনিক ও অপারেশনাল নানা বিষয়ে আইজিপির সঙ্গে মতবিনিময় করেন।