বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৮:৫৪ পিএম

ব্যাগেজ রুলস সংশোধন, সুবিধা বাড়ছে প্রবাসীদের

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৮:৫৪ পিএম

মালামাল নিয়ে বিমানবন্দর থেকে বের হচ্ছেন প্রবাসীরা। ছবি- সংগৃহীত

মালামাল নিয়ে বিমানবন্দর থেকে বের হচ্ছেন প্রবাসীরা। ছবি- সংগৃহীত

প্রবাসীদের বাড়তি সুবিধা দিতে ব্যাগেজ রুলস (ব্যক্তিগত মালামাল আনার নিয়ম) সংশোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২ জুলাই) সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীবান্ধব ও বাস্তবভিত্তিক নিয়ম তৈরির লক্ষ্যে গত ২ জুন ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ নামে নতুন ব্যাগেজ রুলস জারি করা হয়, যা ২ জুলাই থেকে কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অংশীজনের পরামর্শ নিয়ে এনবিআর এই নিয়মে আরও কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে।

পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, একজন যাত্রী শুল্ক পরিশোধ করে একটি মোবাইল আনতে পারতেন। এখন নতুন নিয়ম অনুযায়ী, প্রতি বছরে একবার একজন যাত্রী শুল্ক ও কর ছাড়াই একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

যারা বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডধারী এবং কমপক্ষে ৬ মাস বিদেশে অবস্থান করেছেন, তারা বিনাশুল্কে বছরে দুটি মোবাইল ফোন আনতে পারবেন।

একজন যাত্রী কোনো শুল্ক-কর পরিশোধ না করেই বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার বা ২০০ গ্রাম রৌপ্যের অলংকার আনতে পারবেন। এটি এক বা একাধিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য।

নতুন নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ৫,০০০ টাকা শুল্ক-কর পরিশোধ করে বছরে একবার একটি ১০ তোলা ওজনের স্বর্ণবার আনতে পারবেন।

সব যাত্রী এখন অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিতে পারবেন। তবে কাস্টমস সুবিধার অপব্যবহার রোধে, কাস্টমস হল বা এলাকা ত্যাগের আগেই ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই পরিবর্তন ছাড়া আগের ব্যাগেজ রুলস অনুযায়ী অন্যান্য সুবিধাগুলো অপরিবর্তিত রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়ে এনবিআরের এই উদ্যোগ প্রবাসীবান্ধব ও সময়োপযোগী।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!