বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১১:০৫ পিএম

এসএসসি রেজাল্ট জানার আগেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল তানিমের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১১:০৫ পিএম

মোরশেদ আলম তানিম। ছবি- রূপালী বাংলাদেশ

মোরশেদ আলম তানিম। ছবি- রূপালী বাংলাদেশ

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হওয়ার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এসএসসি পরীক্ষার্থী মোরশেদ আলম তানিমের (১৮)। গত সোমবার (৩০ জুন) রাতে বন্ধুদের সঙ্গে ঘোরার সময় ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হন তানিম।

বুধবার (২ জুলাই) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তানিম চলতি বছর পুরান ঢাকার আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। আগামী ১৩ জুলাই তার পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত তানিম লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী গ্রামের ফিরোজ আলম আমিরের ছেলে। তিনি পুরান ঢাকার বংশালের নুরবক্স লেনে নানির বাসায় থেকে পড়াশোনা করতেন।

তানিমের বন্ধু ও স্বজনদের বরাতে জানা যায়, সোমবার (৩০ জুন) রাতে কয়েক বন্ধু মিলে মাক্কুশা মাজার এলাকা দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তার বন্ধুরা তৎক্ষণাৎ ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তানিমকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হলে পরদিন রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে আবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার ভোররাতে ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক উদ্দিন বলেন, ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তানিম মারা গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় এবং পরবর্তী সময়ে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, ঘটনার সময় দুইজন ছিনতাইকারী জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিহতের মামা তারেক মাসুদ বলেন, ‘ছিনতাইকারীরা তার মোবাইল ফোন নিতে গিয়ে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আমরা বিচার চাই।’

নিহতের বন্ধু সিয়াম বলেন, ‘আমরা একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। রেজাল্টের অপেক্ষায় ছিলাম। আজ সকালে হাসপাতালে গিয়ে দেখি, আমাদের প্রিয় বন্ধু আর নেই।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও সহপাঠীরা তানিমের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ ও শোকাহত।
 

Shera Lather
Link copied!