প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুবর্ণজয়ন্তী তথা ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল সোমবার (৭ জুলাই) ঢাকা সেনানিবাসে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালের ৫ জুলাই প্রতিষ্ঠিত পিজিআর স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে একটি বিশেষায়িত রেজিমেন্ট। সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পিজিআর কমান্ডার।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রাষ্ট্রপতি প্রথমে পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি রেজিমেন্টের অফিসার ও জুনিয়র কমিশন্ড অফিসারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত দরবারে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। তিনি পিজিআরের সব সদস্যকে সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান এবং তাঁদের একাগ্রতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন।
রাষ্ট্রপতি পিজিআরের দায়িত্ব পালনের ঐতিহ্য ও ইতিহাস স্মরণ করে বলেন, ‘আপনাদের শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমেই রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।’
তিনি এ সময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি পিজিআরের শহীদ ও প্রয়াত সদস্যদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের শীর্ষ কর্মকর্তাসহ সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন রাষ্ট্রপতি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন