ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

হাসিনাসহ গণহত্যাকারীদের রেহাই নেই: শফিকুল আলম

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ১১:১১ এএম
প্রেস সচিব শফিকুল আলম। ছবি- সংগৃহীত

গত বছর জুলাই-আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘হাসিনাসহ যারা এই গণহত্যায় জড়িত, তাদের কেউই রেহাই পাবে না।’

বুধবার (৯ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, গণহত্যার জন্য হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

প্রেস সচিব বলেন, ‘গণহত্যার দায় থেকে হাসিনা বা তার ঘনিষ্ঠ সহযোগীদের কেউ রেহাই পাবে না। ১৫ বছরের বেশি সময় ধরে যারা বাংলাদেশিদের শাসনের নামে হত্যা করেছে, তাদের কারোরই রেহাই নেই।’

এর আগে, বাংলাদেশে গত বছর ছাত্রদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে যেভাবে প্রাণঘাতী দমন অভিযান চালানো হয়, তা সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে হয়েছিল বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন প্রকাশ করে।

বিবিসি আই একটি ফোনালাপের অডিও বিশ্লেষণ করেছে, যাতে হাসিনাকে বলতে শোনা যায়, ‘যেখানেই ওদের (বিক্ষোভকারী) পাওয়া যাবে, গুলি করা হবে।’

সংবাদমাধ্যমটি বলছে, ওই ফোনালাপ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি বর্তমানে ভারতে পালিয়ে আছেন এবং অনুপস্থিত অবস্থায়ই তার বিচার চলছে।

জাতিসংঘের তদন্তকারীদের মতে, গত বছরের জুলাই-আগস্টে সহিংস ওই বিক্ষোভে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছিলেন।