ঢাকার মিরপুর ও কিশোরগঞ্জে গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস।
বুধবার (৯ জুলাই) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুরের শাহ আলীবাগ এলাকায় এডভান্স অ্যাটায়ার নামের একটি প্রতিষ্ঠান অনুমোদিত ২৩৫ কেজি বয়লারের পরিবর্তে ৫০০ কেজি বয়লারে গ্যাস ব্যবহার করছিল। অবৈধ এ ব্যবহার শনাক্ত করে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।
একইভাবে টিএমএস গার্মেন্টস নামে আরেকটি প্রতিষ্ঠান ১৫০ কেজির অনুমোদিত সীমা অতিক্রম করে ৩৫০ কেজি বয়লারে গ্যাস ব্যবহার করায় তাদের সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া, একটি আবাসিক ভবনে অনুমোদিত ৩টি ডাবল চুলার পরিবর্তে ২৬টি ডাবল চুলা ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট জোনের সহায়তায় ওই সংযোগও তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে প্লাস্টিক সিল বসানো হয়।
অন্যদিকে, কিশোরগঞ্জে পরিচালিত অভিযানে বকেয়া বিলের কারণে তিনটি আবাসিক ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় দুই গ্রাহকের কাছ থেকে মোট ৮৮ হাজার ৭৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।