জুলাই গণআন্দোলনের বীর শহীদদের স্মরণে রাজধানীর যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে এক মহাসমাবেশ। আগামী ২১ জুলাই যাত্রাবাড়ী চৌরাস্তায় এই সমাবেশ আয়োজিত হবে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে।
সম্প্রতি এই কর্মসূচিকে সফল করতে রাজধানীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ক্যাম্পাসে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব মনিরুজ্জামান ভূঁইয়া।
এতে সভাপতিত্ব করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানী এবং সঞ্চালনা করেন মুফাসসির আবুল কাশেম গাজী।
এ সময় অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম বলেন, জুলাই গণবিপ্লবে যাত্রাবাড়ী অঞ্চলের মাদ্রাসা ছাত্র ও ওলামায়ে কেরাম যেভাবে প্রাণপণ লড়েছেন, সেটি আমাদের জাতীয় ইতিহাসের অনন্য দৃষ্টান্ত। বিশেষ করে তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের অসাধারণ ভূমিকা ইতিহাসের পাতায় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ২০২৪ সালের আন্দোলনে আপনারা যেভাবে অংশ নিয়েছেন, সেই ত্যাগ আগামী শতাব্দীতেও মানুষ স্মরণ করবে।
যুগ্ম সচিব মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্রদের প্রতি আমাদের গর্ব রয়েছে। জুলাই আন্দোলনে তাদের বলিষ্ঠ ভূমিকার কারণেই আজ এই দিনটি জাতীয়ভাবে স্মরণীয় হয়ে উঠেছে। যাত্রাবাড়ীর চৌরাস্তায় ২১ জুলাই যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিকে সফল করতে সবাইকে আন্তরিকভাবে অংশগ্রহণের অনুরোধ করছি।
সভাপতির বক্তব্যে ড. খলিলুর রহমান মাদানী বলেন, জুলাই গণআন্দোলনে আমাদের দুইজন ছাত্র শাহাদাতের মাধ্যমে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা গর্বিত যে আমাদের ছাত্ররা শুধু কৃতিত্বের নয়, আত্মত্যাগেরও উদাহরণ স্থাপন করেছে। আমরা আশা করি ২১ জুলাইয়ের মহাসমাবেশে তারা আরও একবার ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২১ জুলাইয়ের মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলার কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা অংশ নেবেন। সমাবেশে থাকবে ক্বিরাত, হামদ-নাত পরিবেশনা, আলেম সমাজের বক্তব্য এবং বিশেষ দোয়া।
অনুষ্ঠানটি জাতীয় গণআন্দোলনের আত্মত্যাগকে স্মরণ করেই সাজানো হবে।