নারায়ণগঞ্জের রূপগঞ্জে একদিনের ব্যবধানে পৃথক দুটি পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হন ১৬ বছরের কিশোর সালমান। কিন্তু তিনি আর বাড়িতে ফিরে আসেনি। রাতভর খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন শনিবার সকালে পরিবার ৯৯৯-এ ফোন করে। পুলিশ এরপর স্থানীয়দের সহায়তায় তারাবো বিশ্বরোড মারকাজ মসজিদের পাশে পুকুর থেকে সালমানের মরদেহ উদ্ধার করে।
শোকাহত বাবা আনোয়ার হোসেন বলেন, ‘আমার ছেলেটা সবার সঙ্গে হাসিখুশি থাকত, আল্লাহ তাকে কেন এভাবে নিয়ে গেলেন, আমি বুঝতে পারছি না।’
সালমান স্থানীয় একটি হাফেফি মাদ্রাসার ছাত্র ছিলেন।
অন্যদিকে, একই দিন সকালে গোলাকান্দাইল পূর্বপাড়া কাঠপট্টি কমিউনিটি সেন্টারের পাশের পুকুর থেকে উদ্ধার হয় আলমগীর হোসেনের (৪০) মরদেহ। শুক্রবার রাতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। পরিবারের লোকজন ভেবেছিলেন, হয়তো গভীর রাত পর্যন্ত মাছ ধরছেন। কিন্তু সকালে খবর আসে যে, আলমগীর আর বেঁচে নেই।
স্থানীয়রা জানান, পুকুরে ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আলমগীর হাটাবো আতলাশপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
এলাকার মানুষজন জানান, তিনি ছিলেন পরিশ্রমী একজন মানুষ, যিনি সংসারের হাল ধরেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি গভীর শোকে নিমজ্জিত হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পৃথক দুটি ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে উভয় মৃত্যুই পানিতে ডুবে হওয়া বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।