ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

জিপিএ-৫ বাণিজ্যের মূল হোতা ক্যামব্রিয়ানের বাশার গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৬:০৯ পিএম
গ্লোবাল নেটওয়ার্ক-এর চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল। ছবি: সংগৃহীত

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ কেনাবেচা, বিদেশে উচ্চশিক্ষার নামে প্রতারণা ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ক্যামব্রিয়ান কলেজ ও বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৪ জুলাই) সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া উইংয়ের বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি জানান, মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে এই গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

খায়রুল বাশারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক’-এর ব্যানারে শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

গত বছরের ১৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পড়াশোনার প্রলোভন দেখিয়ে বাশার এবং তার প্রতিষ্ঠান প্রায় এক হাজার শিক্ষার্থীর কাছ থেকে গড়ে ২০ লাখ টাকা করে মোট প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি ভুয়া অফার লেটার দেখিয়ে অর্থ নিয়েছে, কিন্তু তা প্রাসঙ্গিক বিদেশি প্রতিষ্ঠানে পাঠায়নি। বরং তারা সেই টাকা নিজেরা আত্মসাৎ করেছে এবং নিয়মবহির্ভূতভাবে মানি লন্ডারিং করেছে।

ভুক্তভোগীদের একজন জানান, গত বছর ২৭ আগস্ট বাশার স্ট্যাম্পে সই করে তিন কিস্তিতে পাওনা টাকা ফেরতের অঙ্গীকার করলেও প্রথম কিস্তির দিন (২৩ সেপ্টেম্বর ২০২৪) তা পরিশোধ না করে বরং ভাড়াটে লোক দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হন, যার তথ্য গুলশান থানায় রয়েছে।

এর আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে বাশারের শাস্তির দাবি জানিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছিল। শেষমেশ সিআইডির অভিযানে ধরা পড়লেন আলোচিত এই ‘জিপিএ-৫ বাণিজ্যের প্রধান কারিগর’ খায়রুল বাশার।