জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার বিভিন্নস্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কংশুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের একটি গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানানো হয়নি।
সূত্র জানায়, এনসিপির পদযাত্রাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশের ওপর হামলা ও অস্থিরতা সৃষ্টির মতো একাধিক ঘটনা ঘটেছে। কংশুর এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জড়ো হচ্ছেন এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানে সাতজনকে আটক করা হয়।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। সেনাবাহিনী জানিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এনসিপির ঘোষিত জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এনসিপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান ও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।