ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন 

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৪:২৮ পিএম
গোপালগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে টানটান উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চার প্লাটুন সদস্য।

বুধবার (১৬ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, দুপুর ২টার পর গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির উন্মুক্ত সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর আগেই বেলা দেড়টার দিকে সমাবেশের মঞ্চে এক দফা হামলার ঘটনা ঘটে। এর পরপরই সমাবেশ শেষে নেতাকর্মীদের লক্ষ্য করে একদল ব্যক্তি চারদিক থেকে ঘেরাও করে হামলার চেষ্টা চালায়।

এ সময় এনসিপির নেতাকর্মীদের সুরক্ষা দিতে এগিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এবং পরে গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নেন বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে এনসিপির কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা দেখা দিলেও গোপালগঞ্জকে কেন্দ্র করে এই প্রথম সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিকে একযোগে মোতায়েন করতে হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় কিছু রাজনৈতিক গোষ্ঠীর উসকানিতে সহিংস পরিস্থিতি তৈরি হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।