যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক শেষে বাণিজ্য সচিব মাহবুবর রহমান সাংবাদিকদের জানান, আমদানি-রপ্তানির বিভিন্ন বিষয় বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত এবং তাদের নিজস্ব আইন রয়েছে। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়ার জন্য আজকের এই বৈঠক ডাকা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৩৫ শতাংশ শুল্ক আরোপ-সংক্রান্ত বিষয়ে নিয়মিত বৈঠক করা হবে। এসব বৈঠকের মাধ্যমে দেশের অবস্থান নির্ধারণ করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হবে। এরপর দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে।
কবে নাগাদ প্রস্তাব পাঠানো হবে—এ প্রশ্নে বাণিজ্য সচিব বলেন, এ বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছি, তবে এখনো তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।