নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে এটি কোনো চাপের কারণে নয়, বরং জনমনে বিভ্রান্তি এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।
বুধবার (১৬ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের এক অনানুষ্ঠানিক বৈঠকের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ওয়েবসাইট থেকে প্রতীকটি সরানো হলেও এটি নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে। তবে কেউ আর এটি ব্যবহার করতে পারবে না।’
আখতার আহমেদ আরও বলেন, ‘নৌকা প্রতীক নিয়ে সম্প্রতি জনমনে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। এসব কনফিউশন দূর করতেই ওয়েবসাইট থেকে প্রতীকটি সরানো হয়েছে। এর বাইরে অন্য কোনো কারণ নেই।’
চাপের বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, ‘ইলেকশন কমিশন যদি চাপে থাকত, তাহলে আমি এখানে এসে কথা বলতাম না। কোনো চাপ বা গোপন কারণ নেই। সবই হয়েছে স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে।’
এর আগে বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই।
ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।’
গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইসির সমালোচনা করে তিনি বলেন, ‘অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?’
এরপর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ‘নৌকা প্রতীক’ দেখা যায়নি। প্রতীকটি সরিয়ে দেওয়া হয়। তবে কোনো চাপে প্রতীকটি সরানো হয়নি বলে স্পষ্ট করে নির্বাচন কমিশন (ইসি)।